আজ- ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সন্ধ্যা ৬:৪১

টাঙ্গাইলে একই ট্রেনে কাটা পড়ে পৃথকস্থানে দুইজন নিহত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলি ও সল্লা নামক স্থানে ট্রেনে কাটা পড়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার(১৬ জানুয়ারি) ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।


নিহতদের মধ্যে পৌলি নামক স্থানে নিহত ব্যক্তির নাম জানাগেছে। তিনি টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের গালা গ্রামের নূরনবীর মেয়ে চায়না আক্তার(২৫)। সল্লা রেল ক্রসিংয়ের পাশে নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। অজ্ঞাত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে এলাকাবাসী জানায়। তিনি কয়েকদিন যাবত সল্লা এলাকায় ঘোরাফেরা করছিলেন।


টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর জানান, কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার পৌলি এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারী নিহতের খবর পেয়ে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


অপরদিকে, একই উপজেলার সল্লা রেল ক্রসিংয়ের পাশে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno