আজ- ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  সকাল ৮:৪৯

টাঙ্গাইলে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাসলিমা(৩৬) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার(২০ মে) বিকালে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাহমুদুল হাসান ওই রায় দেন।

রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তাসলিমা মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের গোড়াই মঈন নগর এলাকার রাজু আহাম্মেদের স্ত্রী।


আদালতের সরকারি কৌঁশুলী(পিপি) এস আকবর খান জানান, ২০১৬ সালের ১৫ মার্চ মির্জাপুর ক্যাডেট কলেজের সামনে অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় তাসলিমার কাছ থেকে ৫৩ গ্রাম হেরোইন উদ্ধার করে থানা পুলিশ।

এ ঘটনায় ওই দিনই পুলিশ বাদি হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করে। এ ঘটনায় মির্জাপুর থানার এসআই মো. আলাউদ্দিন ২০১৭ সালের ২৩ মে আদালতে চার্জশীট দাখিল করেন। পরে আদালতের বিচারক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সোমবার তাসলিমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno