আজ- বুধবার | ১৭ সেপ্টেম্বর, ২০২৫
২ আশ্বিন, ১৪৩২ | রাত ১১:৩৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
২ আশ্বিন, ১৪৩২
১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন, ১৪৩২

টাঙ্গাইলে আন্ত:জেলা চোরচক্রের সদস্য গ্রেপ্তার ॥ ৯ লাখ টাকা উদ্ধার

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে চুরি হওয়া ৯ লাখ টাকা সহ শহিদ মাঝি (৩০) নামে আন্ত:জেলা চোরচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার(১৫ জুলাই) সকালে টাঙ্গাইলের পুলিশ সুপার গোলাম সবুর এক প্রেসব্রিফিংয়ে এতথ্য জানান।

গ্রেপ্তারকৃত শহিদ মাঝি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার উত্তর কাঠিপাড়া গ্রামের মৃত ফটিক মাঝির ছেলে।


প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, গত ১১ জুলাই দুপুরে অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. রতন চন্দ্র সাহা শহরের সোনালী ব্যাংক থেকে সঞ্চয় পত্রের ১১ লাখ ৫২ হাজার ৮০১ টাকা উত্তোলন করে ব্যাগে নিয়ে বাসার উদ্দেশে রওনা হন। তিনি শহরের লতিতা ফার্মেসীর সামনে থেকে কিছু পথ যাওয়ার পর তার ব্যাগে থাকা টাকার মধ্য থেকে দশ লাখ টাকা চুরি করে অজ্ঞাত ব্যক্তিরা পালিয়ে যায়। পরে এ বিষয়ে টাঙ্গাইল সদর থানায় ওইদিনই মামলা দায়ের করা হয়।

মামলার পর পুলিশ ও গোয়েন্দা পুলিশ অভিযান শুরু করে। পরে রোববার(১৪ জুলাই) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝালকাঠি থেকে প্রধান আসামি শহিদ মাঝিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরিকৃত নগদ ৯ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার ও বাকি টাকা উদ্ধারে পুলিশি অভিযান চলছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়