দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে ট্রেজারার অধ্যাপক ডক্টর মো. সিরাজুল ইসলাম পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছে পদত্যাগের আবেদন করেন তিনি।
পদত্যাগ পত্রে তিনি লিখেছেন, গত ২ আগস্ট ২০২১ সালে এ বিশ্ববিদ্যালয়ে যোগদান করে আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ সচেষ্ট ছিলাম। বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদ থেকে অদ্য ১০/০৯/২০২৪ তারিখে পদত্যাগ করলাম।
এর আগে মঙ্গলবার ট্রেজারারের পদত্যাগের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনিক দপ্তর প্রাঙ্গণে সমবেত হয়। দাবি আদায়ের অংশ হিসেবে তারা ট্রেজারার দপ্তরে তালা ঝুলিয়ে দেয়।
ট্রেজারারের পদত্যাগে প্রতিক্রিয়া জানিয়ে আন্দোলনকারী শিক্ষার্থী আশরাফুল ইসলাম অভি জানান, বিগত সময়ে যারা ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সুযোগ নিয়েছেন তারা তাদের পদত্যাগ দাবি করছি। ভবিষ্যতে কেউ ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি করলে তাকেও শিক্ষার্থীরা পদত্যাগে বাধ্য করবে।
উল্লেখ, গত ৫ আগস্ট সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে ভিসিসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ৬ জন শিক্ষক পদত্যাগ করেন। তাদের পদত্যাগের পরপরই ট্রেজারারের পদত্যাগের দাবিতে সরব হয় শিক্ষার্থীরা।