দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের বাসাইলে একটি ব্যাগে অজ্ঞাত নবজাতকের মরদেহ মিলেছে। স্থানীয়দের অভিযোগ শনিবার)১ এপ্রিল) সকাল থেকে পুলিশকে বার বার জানানোর পরও নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়নি।
জানা যায়, শনিবার সকালে বাসাইল-কাউলজানী সড়কের মহিষখালী ব্রিজের পাশে স্থানীয়রা একটি ব্যাগ দেখতে পায়। ওই ব্যাগটিতে দেখা যায় এক নবজাতকের মরদেহ। এ খবর পেয়ে সেখঅনে স্থানীয়দের ভির জমে যায়। পুলিশকে বার বার জানানোর পরও বেলা পৌনে ২টা পর্যন্ত নবজাতকের মরদেহটি উদ্ধার করে হেফাজতে নেয়নি। পরে স্থানীয়রা উদ্যোগ নিয়ে মহিষখালী ব্রিজের নিচে মরদেহটি মাটিচাপা দিতে বাধ্য হয়।
স্থানীয়দের ধারণা, জন্মের পরই কেউ মরদেহটি ফেলে রেখে যায়। ফুটফুটে কন্যা সন্তানের মরদেহটি ফেলে যাওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে বাসাইল থানার অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই।
