দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল শহরের বেড়াডোমা এলাকার একটি মার্কেটে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মফিদুল ইসলাম জানান, রাতে শহরের বেড়াডোমা এলাকার একটি মার্কেটের মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মার্কেটের পাঁচটি দোকান ভস্মিভুত হয়। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।
