দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে র্যালি ও আলোচনাসভার মধ্যদিয়ে বৃহস্পতিবার(৬ এপ্রিল) জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টাঙ্গাইল স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মুহাম্মদ আনোয়ার হোসেনের সভঅপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ হাসান ফিরোজ, টাঙ্গাইল প্রেস ক্লাবের সহ-সভাপতি শামসাদুল আখতার শামীম, ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক বজলুর রহমান, সদস্য মির্জা ময়নুল হোসেন লিন্টু, খন্দকার শহিদুল আহমেদ রঞ্জন, আব্বাস আলী সরকার, শামসুল হক, গোবিন্দ চন্দ্র, মো. বাবুল খান প্রমুখ।
