ধনবাড়ী প্রতিনিধি:

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্করের নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এলাকাবাসী ওই মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, ধনবাড়ীর ব্যবসায়ী রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী যুবদল নেতা মাসুদ, মাসুদ রানা, হাবিবুর রহমান হব, ব্যবসায়ী আয়নাল হোসেন, হাবিব হোসেন, নুরজাহান বেগম, সোমা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগীরা পরিপূর্ণ স্বাস্থ্য সেবা ও ওষুধ পাচ্ছে না। স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের চালককে তিনি ব্যক্তিগত গাড়ি চালক হিসেবে ব্যবহার করছেন।
তিনি ধনবাড়ীতে যোগদানের পরে তার সাথে সৌজন্য সাক্ষাত না করার অপরাধে হাসপাতাল মসজিদের ইমামকে চাকুরিচ্যূত করেছিলেন। তিনি হাসপাতালে যোগদানের পর থেকে অদৃশ্য শক্তির বলে সকল কাজে অনিয়ম করে যাচ্ছেন। হাসপাতালের নানা টেন্ডার কাজ আওয়ামী লীগ আমলে গোপালপুরের লিয়াকত আলী নামে এক ব্যক্তিকে দেওয়া হয়েছে।
বক্তারা বলেন, হাসপাতালের প্যাথোলজি বিভাগ দীর্ঘদিন বন্ধ থাকায় রোগীরা পরীক্ষা-নিরীক্ষা করতে পারছে না। ধনবাড়ীবাসী অ্যাম্বুলেন্সের সেবা থেকে বঞ্চিত রয়েছে। তিনি টাকার বিনিময়ে আউটসোর্সিং পদে নিজের পছন্দের লোক নিয়োগসহ নানা অনিয়ম ও দুর্নীতি করেছেন।
শুধু তাই নয় তিনি বিগত সময়ে বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা হিসেবে কর্মরত থাকাকালীন সময়ে অর্থ লেনদেনের কারণে স্বাস্থ্য বিভাগ তাকে শাস্তিমূলক বদলী করে।
মানবন্ধনে উপস্থিত এলাকাবাসী সহ সেবাগ্রহিতারা ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা ডা. ফাহমিদা লস্করের অনিয়ম ও দুর্নীতির প্রতিকারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
 
								

 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								