সখীপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে পরকীয়ার জের ধরে স্বামী জুয়েল রানাকে(৩৮) খুনের ঘটনায় স্ত্রী তানিয়া আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার(৪ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে উপজেলার কালিয়ানপাড়ায় ওই ঘটনা ঘটে। নিহত জুয়েল রানা ওই গ্রামের মজনু সিকদারের ছেলে। এ ঘটনায় জুয়েলের বাবা বাদী হয়ে সখীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
জানা যায়, প্রায় ১৫ বছর আগে জুয়েল ও তানিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে তিনজন সন্তান রয়েছে। বিয়ের পর তাদের সংসার ভালোই চলছিল। সম্প্রতি জুয়েলের সাথে জনৈক নারীর পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। এ নিয়ে তানিয়া কয়েকবার স্বামীকে বুঝিয়েছেন। কিন্তু জুয়েল পরকীয়া থেকে ফিরে আসেনি। উপায়ন্তর না পেয়ে শুক্রবার রাতে তানিয়া ঘরের আড়ার(ধর্নার) কাঠের টুকরো দিয়ে জুয়েলকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সখীপুর থানার অফিসার ইনর্চাজ ওসি) জাকির হোসেন জানান, এ ঘটনায় স্ত্রী তানিয়া আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামীকে হত্যার দায় স্বীকার করেছেন। হত্যার পেছনে আরও কোনো বিষয় আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলমান আছে।