দৃষ্টি নিউজ:
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আগামি ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। এটা বিএনপির একার দাবি নয়- এটা দেশের আপামর জনসাধারণের চাওয়া। দেশের মানুষ ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ সময় ভোট দিতে পারে নাই, তারা ভোটাধিকার প্রয়োগ করতে মুখিয়ে আছে।
তিনি বলেন, যে দুটি রাজনৈতিক দল ডিসেম্বররে নির্বাচন চায়না, তাদের নির্বাচন কমিশনে নিবন্ধনই নেই। ভোটে যেতে হলে নিবন্ধন লাগবে। তাই তারা নির্বাচন পিছিয়ে দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। শুক্রবার (৩০ মে) দুপুরে টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে শহরের বাসটার্মিনালে আয়োজিত শহীদ জিয়ার ৪৪তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা মহান স্বাধীনতার ঘোষক, বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী সুষ্ঠুভাবে পালন করতে বার বার বাধার সম্মুখিন হয়েছি। এবার অনেকটা মুক্তভাবে মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান করা যাচ্ছে এজন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ।
টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক মনিরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামীল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু প্রমুখ।