আজ- বৃহস্পতিবার | ১৬ অক্টোবর, ২০২৫
৩১ আশ্বিন, ১৪৩২ | রাত ২:১৮
১৬ অক্টোবর, ২০২৫
৩১ আশ্বিন, ১৪৩২
১৬ অক্টোবর, ২০২৫, ৩১ আশ্বিন, ১৪৩২

খেলছিলেন তাস- পুলিশ কটে হাজতবাস

এলেঙ্গা প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার স্থানীয় বলাই ঠাকুরের ছাপড়া ঘরে টাকার বাজিতে তাস খেলছিলেন কয়েক ব্যক্তি। হঠাৎই পুলিশের অভিযানে আটক হলেন ৮ জুয়াড়ি। জব্দ করা হলো- তাস, কম্বল ও নগদ টাকা। পরে তাদের পাঠানো হয় আদালতে এবং যথারীতি হাজতবাস। বৃহস্পতিবার(১৭ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ওই ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করে কালিহাতী থানা পুলিশ।

 

 

 

 

 

 

 

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- এলেঙ্গা পৌরসভার মশাজানের মৃত আজমত আলীর ছেলে আব্দুল আজিজ(৫২), একই এলাকার মৃত মহর বেপারীর ছেলে আনছের আলী(৬০), এলেঙ্গার মৃত নলনি বণিকের ছেলে সুমন বণিক(৪২), মৃত দুলু শেখের ছেলে আমজাদ হোসেন (৬৭), সুশীল মালাকারের ছেলে শ্যামল কুমার মালাকার(৫৫), বাঁশি এলাকার মৃত ছাবেদ আলীর ছেলে হালিম(৫৩), পৌলী এলাকার মৃত পেয়ার আলী মন্ডলের ছেলে হযরত আলী(৭৩) এবং বানিয়াবাড়ীর মৃত সুবল ঘোষের ছেলে অমূল্য ঘোষ(৬৫)। তাদেরকে শুক্রবার (১৮ জুলাই) আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

 

 

 

 

 

 

কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) জাকির হোসেন জানান, বৃহস্পতিবার রাতে এসআই মুহাম্মদ আছাদুজ্জামান ও এএসআই রায়হান আলীর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গা পৌরসভার বলাই ঠাকুরের ছাপড়া ঘরে অভিযান চালায়। অভিযানে দেখা যায়, বিদ্যুতের আলো জ্বালিয়ে কয়েক ব্যক্তি তাস দিয়ে নগদ টাকার বিনিময়ে জুয়া খেলছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাৎক্ষণিকভাবে ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করে পুলিশ।

 

 

 

 

 

 

 

তিনি জানান, অভিযানকালে পুলিশ তাদের কাছ থেকে একটি কম্বল, তিন সেটে মোট ১৫৬টি তাস এবং ৬৭ হাজার ৫০০ নগদ টাকা জব্দ করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

 

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়