আজ- মঙ্গলবার | ২৫ নভেম্বর, ২০২৫
১০ অগ্রহায়ণ, ১৪৩২ | দুপুর ১:৩৩
২৫ নভেম্বর, ২০২৫
১০ অগ্রহায়ণ, ১৪৩২
২৫ নভেম্বর, ২০২৫, ১০ অগ্রহায়ণ, ১৪৩২

টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দৃষ্টি নিউজ:

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্বরণে টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২ আগস্ট) জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে আয়োজিত ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক শরীফা হক।

 

 

 

 

 

 

 

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্ল্যাহ আল মামুনের সভাপতিত্বে ওই অভিভাবক সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মিজানুর রহমান, আন্দোলনে নিহত শহীদের পক্ষ থেকে শহীদ মারুফের মা মোরশেদা বেগম, শহীদ ইমনের মা রিনা খাতুন, ডাক্তার মনিয়া আক্তার প্রমুখ।

 

 

 

 

 

 

 

এ সময় প্রধান অতিথি বলেন, জুলাই-আগস্টের চেতনা শুধু একটি আন্দোলনের স্মৃতি নয়। এটি একটি মূল্যবোধ- যেখানে গণতন্ত্র, মানবতা ও সাম্যের জন্য ছাত্র-জনতার আত্মত্যাগ। আমাদের সবাইকে ২০২৪ এর অভ্যুত্থানের আদর্শকে ধারণ ও লালন করে উনয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দেশকে এগিয়ে নিতে এক যোগে কাজ করতে হবে।

 

 

 

 

 

 

 

সমাবেশে জেলার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারের অভিভাবকরা উপস্থিত ছিলেন। এর আগে ২০২৪- এর গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত একটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

 

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়