আজ- বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর, ২০২৫
৩ আশ্বিন, ১৪৩২ | দুপুর ১:০২
১৮ সেপ্টেম্বর, ২০২৫
৩ আশ্বিন, ১৪৩২
১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন, ১৪৩২

সবসময় নতুন কিছু শিখতে আগ্রহী অভিনেত্রী সাদিয়া আয়মান

দৃষ্টি বিনোদন:

নাটকের পাশাপাশি সিনেমাতেও কাজ করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। তাকে পাওয়া গেছে ওটিটি দুনিয়াতেও। এসবের বাইরে এবার তিনি হাজির হচ্ছেন নতুন পরিচয়ে।

 

 

 

 

 

 

 

সম্প্রতি অভিনেত্রী নাম লেখিয়েছেন উপস্থাপনায়। বুধবার(৩ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে একগুচ্ছ ছবি প্রকাশ করে সুখবরটি জানান সাদিয়া। ক্যাপশন দিয়েছেন, ‘ব্রিটিশ কাউন্সিলের জন্য “কানেকশন আনলকড” শিরোনামে একটি পডকাস্টে সঞ্চালক হওয়ার সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত ও সম্মানিত বোধ করছি।’

 

 

 

 

 

যোগ করে আরও বলেন, ‘এই শোয়ের দুই পর্বে আমি স্বাগত জানিয়েছি চারজন অসাধারণ অতিথিকে। যাদের প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে ভীষণ জনপ্রিয় ও প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব।’

 

 

 

 

সাদিয়া বলেন, ‘আমি সবসময় নতুন কিছু শিখতে আগ্রহী এবং এমন চ্যালেঞ্জ নিতে ভালোবাসি- যা আমাকে ব্যক্তিগত ও পেশাগতভাবে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়।’ সবশেষ অভিনেত্রীর ভাষ্য, ‘আমাকে এই শোয়ের সঞ্চালক হিসেবে নির্বাচন করার জন্য এবং পুরো যাত্রায় সহযোগিতার জন্য ব্রিটিশ কাউন্সিল ও সম্পূর্ণ টিমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়