দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের এলেংজানী নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৮ সেপ্টেম্বর) বিকালে ছিলিমপুর ইউনিয়নে বরুহাবাসীর উদ্যোগে ওই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। উৎসব মুখর ওই প্রতিযোগিতানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দলীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশি অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
গ্রামবাংলার ঐতিহ্য ওই নৌকা বাইচকে কেন্দ্র করে নদীর দু’তীরে অসংখ্য সংস্কৃতিপ্রেমী মানুষের মিলনমেলায় পরিণত হয়। ছিলিমপুর ইউনিয়নে বরুহার এলেংজানী নদীতে ওই প্রতিযোগিতা বিকালে শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার মো. গোলাম মাওলার সভাপতিত্বে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন, ছিলিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা। শেষে প্রধান অতিথি বিজয়ী ও বিজিত নৌকার মাঝে পুরষ্কার তুলে দেন।
এসময় বিএনপির অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।