আজ- বুধবার | ১৭ সেপ্টেম্বর, ২০২৫
২ আশ্বিন, ১৪৩২ | সন্ধ্যা ৬:৩৪
১৭ সেপ্টেম্বর, ২০২৫
২ আশ্বিন, ১৪৩২
১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন, ১৪৩২

টাঙ্গাইলে ক্লিনিক মালিক সমিতির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে সদ্য প্রতিষ্ঠিত পপুলার ডায়াগনস্টিক সেন্টার জেলা শাখা টাঙ্গাইল জেলা প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সমিতির নীতিমালা না মানার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার(১২ সেপ্টেম্বর) সকালে শহরের সাবালিয়া এলাকায় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সমিতি জেলা শাখার উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়।

 

 

 

 

 

 

 

টাঙ্গাইল জেলা প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সমিতির সভাপতি ছাইদুল হক ছাদুর সভাপতিত্বে ওই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজা, সহ-সভাপতি কাজী বাহালুল হক দিপু, যুগ্ম-সম্পাদক ফজলুল হক, প্রচার সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক আবু কাওছার প্রমুখ।

 

 

 

 

 

 

 

বক্তারা বলেন, শহরের ময়মনসিংহ রোডের সাবালিয়া এলাকায় সদ্য প্রতিষ্ঠিত পপুলার ডায়াগনস্টিক সেন্টার আমাদের সমিতির কোন নিয়মনীতির তোয়াক্কা করছে না। তারা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য প্যাথলজিক্যাল চিকিৎসকের ইলেকক্ট্রিক স্বাক্ষর ব্যবহার করছে। তিন দিনের মধ্যে মালিক সমিতির সাথে বসে আলোচনার মাধ্যমে উদ্ভুত পরিস্থিতির সমাধান করা নাহলে জেলা প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সমিতির পক্ষ থেকে সাংগঠনিকভাবে কঠোর আন্দোলনের উদ্যোগ নেওয়া হবে।

 

 

 

 

 

 

এ সময় টাঙ্গাইল জেলা প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়