আজ- বুধবার | ১৭ সেপ্টেম্বর, ২০২৫
২ আশ্বিন, ১৪৩২ | সন্ধ্যা ৬:৩৪
১৭ সেপ্টেম্বর, ২০২৫
২ আশ্বিন, ১৪৩২
১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন, ১৪৩২

‘মাদকের ভয়াবহতা : আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে ‘মাদকের ভয়াবহতা : আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৩ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল পাবলিকেশন্সের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ইউএনডিপি’র সাবেক কর্মকর্তা হুমায়ুন কবির সরকার। প্রধান আলোচক ছিলেন, সরকারি সা’দত কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আশেকুল হাসান।

 

 

 

 

 

 

 

 

 

টাঙ্গাইল প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় প্রিন্সিপাল ইবরাহীম খাঁ অধ্যয়ন ও মানবসেবা সংস্থার সভাপতি মোহাম্মদ খালেকুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুমুদিনী কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, ডেলটা লাইফ ইনস্যুরেন্সের জেনারেল ম্যানেজার এমএ হান্নান সরকার, সহযোগী অধ্যাপক আব্দুর রহমান প্রমুখ।

 

 

 

 

 

 

 

আলোচনা সভায় বক্তারা বলেন, সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। মাদক ধ্বংস করছে তরুণদের মেধা ও সৃজনশীলতা। এতে সামাজিক অবক্ষয় হচ্ছে, পরিবার ধ্বংস হচ্ছে। মাদককের এ ভয়াবহতারোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

 

 

 

 

 

 

 

আলোচনা শেষে অতিথিরা ‘মাদকের ভয়াবহতা : ইসলাম কি বলে’ নামক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়