আজ- বুধবার | ২৪ সেপ্টেম্বর, ২০২৫
৯ আশ্বিন, ১৪৩২ | রাত ১০:৩২
২৪ সেপ্টেম্বর, ২০২৫
৯ আশ্বিন, ১৪৩২
২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯ আশ্বিন, ১৪৩২

একটি অশুভশক্তি পিআর পদ্ধতির নামে নির্বাচনকে ভণ্ডুল করতে চায় :: আহমেদ আযম খান

বাসাইল প্রতিনিধি:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দেশের একটি অশুভশক্তি ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করতে অপতৎপরতা চালাচ্ছে। এই মুহূর্তে পিআর পদ্ধতি নিয়ে যারা আন্দোলন করছে, যারা আগামি ফেব্রুয়ারির নির্বাচনকে ভণ্ডুল করতে চায়- তারা দেশের অগণত্রান্ত্রিক শক্তি। তারা দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে টেনে নিয়ে যেতে চায়। তাদের বিষয়ে সমগ্র জাতির সাবধান হতে হবে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা ও পৌর ছাত্রদলের মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, আগামি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন হবে কি-না এই প্রশ্নটা রাজনৈতিক দলগুলোর ভেতরে কেন আলোচনা হচ্ছে? আমি মনে করি এই মুহূর্তে নির্বাচন অত্যন্ত জরুরি। যখন ঐক্যমতের কমিশনে আলোচনা হয়- তখন কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে পিআরের প্রশ্ন কেউই তুলেনি। কেউই এই জাতীয় সংসদ নির্বাচনে পিআর দিতে হবে বলে দাবিও করেনি। এটা শুধুমাত্র আপার হাউজের দু-একটি দল দাবি করেছিল। বিএনপি বলেছে- এ ব্যাপারে জাতি প্রস্তুত নয়, এটার জন্য সময় নিতে হবে- তবে এই মুহূর্তে এটা চিন্তা করার অবকাশ নেই।


আহমেদ আযম খান বলেন, নির্বাচন না হলে দেশের গণতন্ত্রের পথে এগোনো যাবে না। দেশটাকে উন্নয়নের পথে নেওয়া যাবে না, দেশের অর্থনীতির চাকা, এখন যেভাবে আছে তা বেশি দূর এগোনোর নয়। এই চাকা সচল হবে না। সমৃদ্ধির পথে যাবে না। তাই আমি মনে করি যে দু-একটি দল এই পিআর- এর কথা বলছে বা নির্বাচন পেছানোর নানা রকমের ফন্দিফিকির করছে। সেটা ঠিক নয়। দেশের প্রশ্নে তাদেরকে নির্বাচনের মাঠে আসতে হবে। পিআর-এর এই ধোঁয়া তোলা থেকে বিরত থাকতে বলবো- তাদেরকে দেশপ্রেমিকতার পরিচয় দিতে বলবো।


এ সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আবুল কাশেম, বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল হাশেম প্রমুখ। পরে তিনি উপজেলা মডেল মসজিদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়