আজ- বুধবার | ১ অক্টোবর, ২০২৫
১৬ আশ্বিন, ১৪৩২ | সকাল ১০:৩৭
১ অক্টোবর, ২০২৫
১৬ আশ্বিন, ১৪৩২
১ অক্টোবর, ২০২৫, ১৬ আশ্বিন, ১৪৩২

টেকসই পর্যটনের জন্য প্রকৃতি সংরক্ষণ অপরিহার্য

দৃষ্টি রিপোর্ট:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রকৃতি রক্ষা করতে পারলে বাংলাদেশ দেশি-বিদেশি পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠবে। পর্যটন খাতকে এগিয়ে নিতে পরিকল্পিত নগরায়ন, পরিচ্ছন্ন পরিবেশ, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ অপরিহার্য। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি, সাইকেল র‍্যালি, সিটি ট্যুর ও ফুড ফেস্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

 

 

 

 

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, তরুণ সমাজকে প্রকৃতিনির্ভর পর্যটনে আকৃষ্ট করতে সরকার ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সিলেটের চা-বাগান, কক্সবাজারের সমুদ্রসৈকত, সুন্দরবনের ম্যানগ্রোভ বন কিংবা পাহাড়ি অঞ্চলের জলপ্রপাত, এসব অমূল্য সম্পদ রক্ষার মাধ্যমে টেকসই পর্যটন নিশ্চিত করা সম্ভব। এজন্য দায়িত্বশীল পর্যটন চর্চায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

 

 

 

 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা প্রমুখ।

 

 

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়