মির্জাপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের কাহারতা এলাকায় ফরহাদ মিয়া(৩০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি ওই এলাকার বানিজ উদ্দিনের ছেলে ও পেশায় একজন কাঠ ব্যবসায়ী। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সোনালিয়ার আবুল মার্কেট বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কাহারতা এলাকার সোনালিয়া আবুল মার্কেটের কাছে একই এলাকার ইউসুফ মিয়ার ছেলে মাদকাসক্ত মতিয়ার রহমান(৩৫) দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে কাঠ ব্যবসায়ী ফরহাদ মিয়াকে হত্যা করেছে। ফরহাদ মিয়ার ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে মাদকাসক্ত মতিয়ার দৌঁড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফরহাদ মিয়াকে গুরুতর আহতাবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।