আজ- বুধবার | ১ অক্টোবর, ২০২৫
১৬ আশ্বিন, ১৪৩২ | সকাল ১০:৩৭
১ অক্টোবর, ২০২৫
১৬ আশ্বিন, ১৪৩২
১ অক্টোবর, ২০২৫, ১৬ আশ্বিন, ১৪৩২

মির্জাপুরে কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মির্জাপুর প্রতিনিধি:

টাঙ্গাইলের ‎মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের কাহারতা এলাকায় ফরহাদ মিয়া(৩০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি ওই এলাকার বানিজ উদ্দিনের ছেলে ও পেশায় একজন কাঠ ব্যবসায়ী। ‎শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সোনালিয়ার আবুল মার্কেট বাজারে এ ঘটনা ঘটে।

 

 

 

 

‎‎পুলিশ ও স্থানীয়রা জানায়, কাহারতা এলাকার সোনালিয়া আবুল মার্কেটের কাছে একই এলাকার ইউসুফ মিয়ার ছেলে মাদকাসক্ত মতিয়ার রহমান(৩৫) দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে কাঠ ব্যবসায়ী ফরহাদ মিয়াকে হত্যা করেছে। ‎‎ফরহাদ মিয়ার ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে মাদকাসক্ত মতিয়ার দৌঁড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফরহাদ মিয়াকে গুরুতর আহতাবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

 

 

 

 

 

 

‎বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়