আজ- সোমবার | ১৩ অক্টোবর, ২০২৫
২৮ আশ্বিন, ১৪৩২ | রাত ১১:৫৯
১৩ অক্টোবর, ২০২৫
২৮ আশ্বিন, ১৪৩২
১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন, ১৪৩২

টাঙ্গাইলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

দৃষ্টি নিউজ:

টাইফয়েড মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন’ এর উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকালে টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।

 

 

 

 

 

 

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ফরাজী মো. মাহবুবুল আলম মঞ্জুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকী, জেলা তথ্য অফিসার তাহলিমা জান্নাতসহ অন্যরা।

 

 

 

 

এ সময় জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও আমন্ত্রিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বাস্থ্য বিভাগের নিয়োজিত কর্মীরা শিশুদের টাইফয়েড টিকা প্রদান করেন।

 

 

 

 

 

সিভিল সার্জন অফিস সুত্রে জানাগেছে, টাইফয়েড প্রতিরোধে টাঙ্গাইলে ১০ লাখ ১৬ হাজার ১১২ শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম শিশুকে প্রথম দফায় শিক্ষা প্রতিষ্ঠানে অক্টোবর মাসের ১২ থেকে ৩০ তারিখ পর্যন্ত এবং দ্বিতীয় দফায় কমিউনিটি পর্যায়ে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত টিকা দেওয়া হবে।

 

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়