আজ- মঙ্গলবার | ১৪ অক্টোবর, ২০২৫
২৯ আশ্বিন, ১৪৩২ | রাত ১০:৩৯
১৪ অক্টোবর, ২০২৫
২৯ আশ্বিন, ১৪৩২
১৪ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন, ১৪৩২

মাহমুদ নগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৪ অক্টোবর) মাহমুদ নগরের বালিয়াপাড়া আমতলা বাজারে ইউনিয়ন বিএনপি আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৫(সদর) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশি তৃণমূলের ত্যাগী নেতা অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

 

 

 

 

 

মাহমুদনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সামাদ মেম্বারের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, কাতুলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুজন মিয়া, মাহমুদ নগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম বাহার প্রমুখ।

 

 

 

 

 

 

মতবিনিময় সভায় বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার নানা দিক তুলে ধরে বিশ্লেষণ ও স্থানীয় জনসাধারণের সম্পৃক্ততা বাড়ানোর উপর গুরুত্বারোপ করা হয়।

 

 

 

সভায় মাহমুদ নগর ইউনিয়ন বিএনপি সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ নারী-পুরুষ অংশগ্রহণ করে।

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়