আজ- মঙ্গলবার | ২ ডিসেম্বর, ২০২৫
১৭ অগ্রহায়ণ, ১৪৩২ | সন্ধ্যা ৭:০৭
২ ডিসেম্বর, ২০২৫
১৭ অগ্রহায়ণ, ১৪৩২
২ ডিসেম্বর, ২০২৫, ১৭ অগ্রহায়ণ, ১৪৩২

মধুপুরে তিন যানের সংঘর্ষে নিহত ৪

মধুপুর প্রতিনিধি:

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে মধুপুর উপজেলার বড়বাইদ এতিমখানা সংলগ্ন এলাকায় মাহিন্দ্রা-পিকআপ ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে উপজেলার পাহাড়ি বনাঞ্চলের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

 

 

 

 

 

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশা, একটি মাহিন্দ্রা ও পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পিকআপ ভ্যানটি দুমরে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাহিন্দ্রার ২ জন যাত্রী নিহত হয়। মুমুর্ষূ অবস্থায় ২ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। অন্য আহত কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। নিহতদের মরদেহ উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

 

 

 

 

 

 

স্থানীয় বাসিন্দা শিমুল মিয়া জানান, অতিরিক্ত গতিতে চলা মাহিন্দ্রা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন প্রাণ হারান।

 

 

 

 

 

এ বিষয়ে মধুপুর থানার অরনখোলা পুলিশ ফাঁড়ির এসআই বিমল চন্দ্র পাইন জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে এবং সড়কে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়