দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে গণঅধিকার পরিষদের (জিওপি) চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার(২৬ অক্টোবর) সন্ধ্যায় শহরের ভিক্টোরিয়া রোডস্থ গণঅধিকার পরিষদের দলীয় কার্যালয়ে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠবার্ষিকী উদযাপনকালে টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুজন মিয়া উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, অতীতের ন্যায় গণ অধিকার পরিষদ আগামি দিনেও গণমানুষের কথা বলবে, গণমানুষের সব ধরনের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন-সংগ্রামে ঝাপিয়ে পড়বে।
এ সময় সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগর, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলী, সাংগঠনিক সম্পাদক কায়সার আহমেদ, সমাজসেবা সম্পাদক মাহতাব আহমেদ মাহী, টাঙ্গাইল সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ সিয়াম, সাংগঠনিক সম্পাদক তামান্না ইসলাম তরী সহ জেলা গণঅধিকার পরিষদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
