বর্তমান ডিজিটাল যুগে সংবাদ মাধ্যমের রূপ বদলে যাচ্ছে দ্রুত। প্রচলিত টেলিভিশনের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মগুলো এখন মানুষের সংবাদ জানার অন্যতম ভরসা। সেই ধারাবাহিকতায় যাত্রা শুরু করেছে নতুন অনলাইন নিউজ চ্যানেল ‘দৃষ্টি টিভি (Dristy TV)’, যার লক্ষ্য হচ্ছে নিরপেক্ষতা, সত্য এবং জনগণের কণ্ঠস্বরকে সবার সামনে তুলে ধরা।
মূল প্রতিবেদন:
দৃষ্টি টিভি একেবারে নতুন প্রজন্মের জন্য তৈরি একটি আধুনিক অনলাইন নিউজ চ্যানেল। এখানকার মূল ফোকাস থাকবে সময়োপযোগী সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন, মানবিক গল্প ও সমসাময়িক সামাজিক ইস্যুতে গভীর বিশ্লেষণ।
চ্যানেলটির পরিচালনায় রয়েছে একদল তরুণ সাংবাদিক, যারা নতুন ধারার ডিজিটাল সাংবাদিকতা প্রতিষ্ঠায় বিশ্বাসী। তাদের উদ্দেশ্য শুধু সংবাদ প্রচার নয়, বরং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার মাধ্যমে সাংবাদিকতার নতুন মানদণ্ড তৈরি করা।
দৃষ্টি টিভি তাদের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিদিনের জাতীয়, আন্তর্জাতিক, বিনোদন, খেলাধুলা, প্রযুক্তি ও শিক্ষাবিষয়ক সংবাদ পরিবেশন করছে। ভিডিও রিপোর্ট, লাইভ কাভারেজ, বিশেষ সাক্ষাৎকার এবং আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের আরও ঘনিষ্ঠভাবে সংবাদে যুক্ত করার চেষ্টা চালাচ্ছে প্রতিষ্ঠানটি।
একজন টিম মেম্বার বলেন, “আমরা চাই জনগণ সংবাদে আস্থা ফিরে পাক। মিথ্যা বা পক্ষপাতমূলক সংবাদ নয় — আমরা চাই প্রত্যেকে যেন সত্যিকার অর্থে তথ্যভিত্তিক সাংবাদিকতার স্বাদ পায়।”
দৃষ্টি টিভির এই অঙ্গীকার ইতিমধ্যেই তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকে মনে করছেন, এমন উদ্যোগই ভবিষ্যতের অনলাইন মিডিয়াকে আরও শক্তিশালী করে তুলবে।
ভবিষ্যৎ পরিকল্পনা:
চ্যানেলটি ভবিষ্যতে নিজস্ব অ্যাপ চালু করার পরিকল্পনাও নিয়েছে, যাতে দর্শকরা সহজেই স্মার্টফোন থেকেই সরাসরি সংবাদ দেখতে ও পড়তে পারেন। পাশাপাশি স্থানীয় সংবাদদাতা নেটওয়ার্ক গড়ে তুলে দেশের প্রত্যন্ত অঞ্চলের খবরও পাঠকের কাছে পৌঁছে দিতে চায় দৃষ্টি টিভি টিম।
উপসংহার:
তথ্যপ্রযুক্তির এই যুগে নির্ভরযোগ্য সংবাদ পাওয়া দিন দিন কঠিন হয়ে পড়ছে। এই বাস্তবতায় ‘দৃষ্টি টিভি’-র মতো নিরপেক্ষ ও জনগণমুখী সংবাদমাধ্যম নতুন আশার আলো জাগায়। সত্য, ন্যায় ও দায়িত্বশীল সাংবাদিকতার পথে দৃষ্টি টিভি হয়ে উঠতে পারে বাংলাদেশের অনলাইন নিউজ জগতের এক উজ্জ্বল নাম।
