কালিহাতী প্রতিনিধি:

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে কালিহাতী উপজেলার ইছাপুর গোরস্থানের কাছে বুধবার (৫ নভেম্বর) সকালে ট্রা ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে খালেদা আক্তার(৩৯) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত খালেদা আক্তার কালিহাতী উপজেলার রাজাফৈর গ্রামের ছালাম মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রæতগতির একটি সিএনজি চালিত অটোরিকশা ধাক্কা দিলে অটোরিকশার চারজন যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খালেদা আক্তারকে মৃত ঘোষণা করেন।
এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. শরিফ জানান, আইনি প্রক্রিয়া শেষে ওই নারীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
