দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের উপ-শহর এলেঙ্গায় অবস্থিত জনপ্রিয় বিনোদন কেন্দ্র এলেঙ্গা রিসোর্ট ইজারার শর্ত অনুযায়ী ভাড়া বকেয়া থাকার কারণে সিলগালা করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের(বিবিএ) উপস্থিতিতে রিসোর্টটির কার্যক্রম বন্ধ করে তালা ঝুঁলিয়ে দেওয়া হয়।
জানাগেছে, এলেঙ্গা রিসোর্টটি দীর্ঘদিন ধরে সেতু কর্তৃপক্ষের মালিকানাধীন জমি ইজারা নিয়ে পরিচালিত হচ্ছিল। কিন্তু ইজারার শর্ত অনুযায়ী কয়েক মাস ধরে ধার্য ভাড়া পরিশোধ না করায় রিসোর্টটির বিরুদ্ধে অডিট আপত্তি ওঠে। একাধিকবার নোটিশ দেওয়ার পরও রিসোর্ট কর্তৃপক্ষ বকেয়া পরিশোধে কোনো উদ্যোগ নেয়নি।
বিবিএ’র সেতু বিভাগের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল জানান, রিসোর্ট কর্তৃপক্ষ প্রায় এক কোটি ২৫ লাখ টাকার ভাড়া বকেয়া রেখেছে। তাদের স্টেট ডিপার্টমেন্ট থেকে বারবার নোটিশ দেওয়ার পরও তারা কোনো সাড়া দেয়নি। অডিট আপত্তির ভিত্তিতে সদর দপ্তরের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে রিসোর্টটি সিলগালা করা হয়েছে।
কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদা খানম লিজা জানান, এলেঙ্গা রিসোর্টটি মূলত বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মালিকানাধীন জমিতে প্রতিষ্ঠিত। কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্দিষ্ট সময়ের জন্য রিসোর্ট পরিচালনার উদ্দেশে জমিটি ইজারা দেওয়া হয়েছিল। কিন্তু রিসোর্ট কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে প্রায় এক কোটি ২৫ লাখ টাকার বকেয়া ইজারার অর্থ পরিশোধ না করায় সেতু কর্তৃপক্ষ একাধিকবার চিঠি ও নোটিশ প্রদান করলেও তারা সাড়া দেয়নি।
তিনি জানান, বকেয়া অর্থ পরিশোধ না করায় সেতু কর্তৃপক্ষের অডিট আপত্তি এবং আনুষ্ঠানিক আবেদনের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় রিসোর্টটির কার্যক্রম বন্ধ করে সেটি সিলগালা করা হয়েছে। পরবর্তীতে মালিকানা অনুযায়ী সেতু কর্তৃপক্ষ তাদের নিজস্ব জায়গা দখল বুঝে নেয়।
অন্যদিকে, রিসোর্টে কর্মরত শ্রমিকরা জানায়, প্রতিষ্ঠানটিতে ৫৪ জন কর্মী কাজ করেন এবং তাদের ছয় মাসের বেতন বকেয়া রয়েছে। মালিক বিদেশে থাকেন, তাদের বেতন কে দেবে বুঝতে পারছেন না।
