আজ- বুধবার | ১২ নভেম্বর, ২০২৫
২৭ কার্তিক, ১৪৩২ | রাত ১০:৩২
১২ নভেম্বর, ২০২৫
২৭ কার্তিক, ১৪৩২
১২ নভেম্বর, ২০২৫, ২৭ কার্তিক, ১৪৩২

ভাসানী বিশ্ববিদ্যালয়ে যুক্তরাজ্যে উচ্চ শিক্ষা বিষয়ে সেমিনার

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের উদ্যোগে ‘ফরেনসিক ইনভেস্টিগেশন বিষয়ে অর্ন্তদৃষ্টি’ ও ‘যুক্তরাজ্যে উচ্চ শিক্ষা ও বৃত্তির সুযোগ’ শীর্ষক সেমিনার ও মাস্টার ক্লাস অনুষ্ঠিত হয়। বুধবার(১২ নভেম্বর) বিকালে সিপিএস বিভাগের সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভিসি) অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

 

 

 

 

 

 

সেমিনার ও মাস্টারক্লাস পরিচালনা করেন, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টস মাউথের ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস স্কুলের সহযোগী প্রধান (গেøাবাল এনগেজমেন্ট) অধ্যাপক ড. গ্যারিডালটন এবং ফরেনসিক স্টাডিজ ইনস্টিটিউট অব ক্রিমিনাল জাস্টিস স্টাডিজের সিনিয়র লেকচারার ড. হেলেন ইয়ার ওয়াকার। যুক্তরাজ্যে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন, ইউনিভার্সিটি অব পোর্টস মাউথের বাংলাদেশ রিজিওনাল ম্যানেজার মো. নুরুজ্জামান। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল আলম।

 

 

 

 

 

 

উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, বিশ্বব্যাপী অপরাধ বিশ্লেষণ ও তদন্তে ফরেনসিক বিজ্ঞানের ভূমিকা দিন দিন বেড়ে চলেছে। এমন সময়ে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগ এ বিষয়ে শিক্ষার্থীদের হাতে-কলমে ধারণা দেওয়ার যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। এ আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও গবেষণার পরিধি আরও প্রসারিত করবে এবং ভবিষ্যতে তারা আর্ন্তজাতিক মানের গবেষক ও পেশাজীবী হিসেবে গড়ে উঠবে।

 

 

 

অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ও বিএসসি (সম্মান) ২০২০-২০২১, ২০২১-২০২২, ২০২২-২০২৩ ও এমএস ২০২২-২০২৩, ২০২৩-২০২৪ শিক্ষা বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়