আজ- সোমবার | ১৭ নভেম্বর, ২০২৫
২ অগ্রহায়ণ, ১৪৩২ | রাত ১২:০৪
১৭ নভেম্বর, ২০২৫
২ অগ্রহায়ণ, ১৪৩২
১৭ নভেম্বর, ২০২৫, ২ অগ্রহায়ণ, ১৪৩২

টাঙ্গাইলে পদোন্নতির দাবিতে সাধারণ শিক্ষা ক্যাডারদের কর্মবিরতি

দৃষ্টি নিউজ:

পদোন্নতির দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকরা কর্মবিরতি ঘোষণা করেছেন। রোববার(১৬ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া ওই কর্মবিরতিতে কুমুদিনী সরকারি কলেজসহ জেলার সব সরকারি কলেজের প্রভাষকরা অংশ নিয়েছেন।

 

 

 

 

 

 

আন্দোলনরত প্রভাষকরা জানান, ১২ বছর ধরে পদোন্নতি বিহীন থাকায় তারা কর্মজীবনে স্থবিরতার মুখে পড়েছেন। যদিও পাঁচ বছর পূর্তিতে পদোন্নতি পাওয়ার কথা, কিন্তু তা হচ্ছেনা। একই ব্যাচের কর্মকর্তারা প্রশাসনিক পদে দ্রæত পদোন্নতি পেলেও শিক্ষা ক্যাডারের প্রভাষকরা বছরের পর বছর একই পদে কর্মরত থাকতে বাধ্য হচ্ছেন।

 

 

 

 

 

 

অভিযোগ করা হয়, বিষয়টি নিয়ে বার বার শিক্ষা মন্ত্রণালয় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।

 

 

 

 

 

কর্মবিরতির কারণে জেলার সব সরকারি কলেজে নিয়মিত ক্লাস ব্যাহত হতে হচ্ছে। প্রভাষকরা কর্মবিরতিতে থাকায় প্রাক নির্বাচনী পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীরা হঠাৎ ক্লাস ও পরীক্ষা স্থগিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন।

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়