স্পোর্টস নিউজ:

বিএনপি একমাত্র গণতাণিন্ত্রক দল, যারা গণতন্ত্রকে আজীবন লালন করছে। এছাড়া সকল দলই গণতন্ত্রকে ধ্বংস করেছে, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে। যে পর্যন্ত তারা ক্ষমতায় ছিলেন- মানুষের উপর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার চেষ্টা বিএনপিই করছে। বৃহস্পতিবার(২০ নভেম্বর) টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে টাঙ্গাইল ইউনাইটেড ক্রিকেটার্স অ্যালাইন্সের আয়োজনে টি-টুয়েন্টি ক্রিকেট উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে বিএনপিরন প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এসব কথা বলেন।
তিনি বলেন, আন্দোলন ও অরাজকতার মধ্যে পার্থক্য রয়েছে। যারা এ দেশের মানুষের কাছ থেকে ঘৃণিত হয়ে পালিয়ে গেছে, দূর থেকে তারা দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন অপরাধ করছে। দুষ্কৃতিকারীরা দুষ্কৃত কর্ম করবে এটাই স্বাভাবিক। আজকে পাশ্ববর্তী দেশে বসে এ দেশকে অস্থিতিশীল করার যে প্রচেষ্টা চালাচ্ছে, এটাও দেশের জনগণ ঘৃণাভাবে প্রত্যাখান করছে।
তিনি আরো বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ জিয়াউর রহমানের অবদান, ৭৫ এর বিপ্লবে শহীদ জিয়াউর রহমান, ৯০ এর গণআন্দোলনে দেশনেত্রী খালেদা জিয়া এবং ২৪ এর আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন দেশনায়ক তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার মানেই গণতান্ত্রিক পরিবার। জিয়াউর রহমানের পরিবারই গণতান্ত্রিক বাংলাদেশ কামনা করে এবং সেটা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ আলী ইমাম তপন, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, জেলা যুব দলের আহŸায়ক খন্দকার রাশেদুল ইসলাম ও যুগ্ম-আহŸায়ক জাহিদ হোসেন মালা, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজ করিম।
উদ্বোধনী খেলায় টসজয়ী টাঙ্গাইল টাইগার ক্রিকেট একাডেমী প্রথমে ব্যাটিং করে সৈয়দ জালাল ক্লাবের চমৎকার বোলিংয়ে ১৯ওভার ৩ বলে মাত্র ৭৩ রানে অলআউট হয়। দলের পক্ষে রাব্বী ও ফাহিম যথাক্রমে ১৭ ও ১৪ রান করে। বিজয়ী সৈয়দ জালাল ক্লাবের পক্ষে তানভীর ৩টি, রিজান হোসেন, সাকিব ও শাহরাত প্রত্যেকে ২টি করে উইকেট দখল করে।
জবাবে জয়ের লক্ষে খেলতে নেমে সৈয়দ জালাল ক্লাবের পক্ষে বাংলাদেশ জাতীয় (অনুর্দ্ধ-১৯) দলের অলরাউন্ডার রিজান হোসেন মাত্র ২০ বলে অপরাজিত ৬২ রানের বিধ্বংসী ব্যাটিংয়ে ৫ ওভার ২ বলে বিনা উইকেটে ৭৬ রান করে জয় নিশ্চিত করে। খেলায় রিজান হোসেন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
উল্লেখ্য, সারাদেশের ১২টি ক্লাব আয়োজিত টি-টুয়েন্টি ক্রিকেটে ৪টি গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশগ্রহন করছে। ‘এ’ গ্রুপে আরামবাগ ক্লাব, ধানমন্ডি বডি লাইন ক্রিকেট একাডমী ও জামালপুর জেলা ক্রিকেট এসোসিয়েশন। ‘বি’ গ্রুপে গাজীপুর ক্রিকেট একাডেমী, ইনটেন্স ক্রিকেট একাডেমী ও ইন্সপায়ার ক্রিকেট একাডেমী। ‘সি’ গ্রুপে সৈয়দ জালাল ক্লাব, টাঙ্গাইল টাইগার ক্রিকেট একাডেমী ও ১০-১২ স্পোটিং ক্লাব এবং ‘ডি’ গ্রুপে থানাপাড়া ইষ্টার্ন স্পোটিং ক্লাব, বাসাইল নাইট রাইডার্স ও পাবনা ক্রিকেটার্স।
৪টি গ্রুপের ৮টি দল নিয়ে কোয়ার্টার ফাইনালে মোকাবেলার পর ৪টি দল সেমিফাইনালে খেলবে। সেমিফাইনাল বিজয়ী ২টি দল ফাইনালে খেলবে। খেলায় আম্পায়ার ছিলেন বজলুর রহমান ও সাইফুল ইসলাম লিটন এবং স্কোরার মির্জা মাসুদুর রহমান খোকন।
