আজ- শুক্রবার | ২৮ নভেম্বর, ২০২৫
১৩ অগ্রহায়ণ, ১৪৩২ | রাত ১১:২৭
২৮ নভেম্বর, ২০২৫
১৩ অগ্রহায়ণ, ১৪৩২
২৮ নভেম্বর, ২০২৫, ১৩ অগ্রহায়ণ, ১৪৩২

এলেঙ্গায় ধানের শীষের প্রথম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

এলেঙ্গা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনে বিএনপির ধানের শীষের জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৭ নভেম্বর) বিকালে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিন।

 

 

 

 

 

 

 

 

 

এলেঙ্গা বাসস্ট্যান্ডে আয়োজিত জনসভায় এদিন দুপুর থেকে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে বাসস্ট্যান্ডে সমবেত হতে থাকে। এক পর্যায়ে জনসভাটি জনসমুদ্রে রূপ নেয়।

 

 

 

 

 

 

 

 

 

কালিহাতী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা শুকুর মাহমুদের সভাপতিত্বে ওই জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়া বাদলুর রহমান খান, কালিহাতী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মহর আলী, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি একেএম আব্দুল আউয়াল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন খান মিন্টু, এলেঙ্গা পৌর সভার সাবেক মেয়র মো. শাফি খান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, বিএনপি নেতা ফিরোজ, উপজেলা মহিলাদলের সাবেক সভানেত্রী রহিমা আক্তার, কালিহতীর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোল্লা হারুন ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ আমিনুর ইসলাম, ছাত্রনেতা শরীফ মোল্লা প্রমুখ। জনসভাটি পরিচালনা করেন, কৃষিবিদ এসএমএ খালিদ।

 

 

 

 

 

 

 

 

 

প্রধান অতিথি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে সঙ্গে নিয়ে নিজ নিজ কেন্দ্রে ভোট দিতে হবে। বিএনপি জনগনের ভোটে ক্ষমতায় গেলে এবং তিনি নির্বাচিত হতে পারলে উপজেলার উন্নয়ন ও নারীদের স্বাবলম্বী করতে কালিহাতীতে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।

 

 

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়