সখীপুর প্রতিনিধি:

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আওয়াল মাহমুদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৮ নভেম্বর) বিকালে সখীপুরের ডাবাইল-গোহাইলবাড়ী জামিয়া আশরাফিয়া মাদ্রাসা প্রাঙ্গনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় স্থানীয় নেতা গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য ও জেলা শাখার সভাপতি সাইফুর রেজা মামুন, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পিপলু, স্থানীয় বাসিন্দা মাসুদ পারভেজ, আলতাফ হোসেন প্রমুখ। এ সময় কেন্দ্রীয় কমিটির সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি প্রার্থী আওয়াল মাহমুদ বলেন, আমাদের দেশ ক্রান্তিলঘ্ন পাড় করছে। সংগ্রাম করে আমাদের সামনে এগুতে হবে। সমাজে অভিভাবক না থাকলে যেমন সমাজ ভালো যায় না, ঠিক তেমনি দেশে নির্বাচিত প্রধানমন্ত্রী না থাকলে দেশ ভালো চলে না।
তিনি বলেন, আমি নির্বাচিত হলে রাস্তাঘাটের টেকসই উন্নয়ন করবো। এছাড়া শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের জন্য কারিগরি শিক্ষার প্রসার ঘটানো হবে। ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলো ১০ শয্যায় উন্নয়ন করা হবে। প্রতিটি ইউনিয়নের মাতৃকল্যাণ কেন্দ্র গড়ে তোলা হবে।
