দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল শহরের সন্তোষস্থ মাদারখোলা এলাকায় বিনামূল্যে রক্ত পরীক্ষা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) জিয়া স্মৃতি পাঠাগার ও মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ওই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।
ট্যাড গ্রুপ অব কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আশিকুর রহমান তুহিন ওই ক্যাম্পের পৃষ্ঠপোষকতা করেন।
এ সময় জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি নাসরিন আক্তার লাকির সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট আজিমুদ্দিন বিপ্লব, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ, সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু, জেলা যুবদল নেতা হেলাল শিকদার ও শহর যুবদল নেতা বিপ্লব প্রমুখ।
ওই বিনামূল্যে রক্ত পরীক্ষা ও ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা শেষে পাঁচ শতাধিক রোগীকে ব্যবস্থাপত্র প্রদান করা হয়।
