আজ- শনিবার | ২০ ডিসেম্বর, ২০২৫
৫ পৌষ, ১৪৩২ | রাত ৯:০৮
২০ ডিসেম্বর, ২০২৫
৫ পৌষ, ১৪৩২
২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ, ১৪৩২

ওসমান হাদির স্মরণে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের শোকসভা

দৃষ্টি নিউজ:

দুর্বৃত্তদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২০ ডিসেম্বর) দুপুরে শহরের বটতলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে রাষ্ট্র ঘোষিত শোক দিবসে এক মিনিট নিরবতা পালন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

 

 

 

 

 

অনুষ্ঠানের শুরুতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। পরে তার সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

 

 

 

 

 

সংগঠনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, আরমান কবীর সৈকত, মোস্তফা কামাল নান্নু, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুজ্জামান মোস্তফা, আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান বাবু, সহ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক রাইসুল ইসলাম লিটন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, ক্রীড়া সম্পাদক মনির হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক মীর শামস উদ্দিন সায়েম, অর্থ সম্পাদক মীর রুহুল আমীন রনি, কার্যকরী সদস্য মো. কামরুজ্জামান, নাহার চাকলাদার, সাজ্জাদ হোসেন লিংকন, আলমগীর হোসেন, সম্মানিত সদস্য রুহুল আমীন ও সুলতান কবীর প্রমুখ।

 

 

 

 

 

 

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে মাথায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভায়কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনিত হলে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স যোগে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার(১৮ ডিসেম্বর) রাত পৌণে ১০টার দিকে তিনি ইন্তেকাল করেন। শনিবার(২০ ডিসেম্বর) শহীদ হাদির সম্মানে সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে।

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়