আনোয়ার হোসেন নয়ন:

টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দাইন্যা ইউনিয়নের জনপ্রিয় সাবেক চেয়ারম্যান শহীদ রফিকুল ইসলাম ফারুকের ১২তম শাহাদতবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে বিন্যাফৈর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শাহাদতবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫(সদর) আসনে দলীয় প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি মো. হাসানুজ্জামিল শাহীন। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু ও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী। অনুষ্ঠানে শহীদ রফিকুল ইসলাম ফারুকের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, ৭নং দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লাভলু মিয়া লাবু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শহীদ রফিকুল ইসলাম ফারুক চেয়ারম্যান স্মৃতি সংসদের সভাপতি রফিকুল ইসলাম আজাদ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং শহীদ রফিকুল ইসলাম ফারুকের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
