আজ- সোমবার | ২২ ডিসেম্বর, ২০২৫
৭ পৌষ, ১৪৩২ | রাত ১০:৫০
২২ ডিসেম্বর, ২০২৫
৭ পৌষ, ১৪৩২
২২ ডিসেম্বর, ২০২৫, ৭ পৌষ, ১৪৩২

দেলদুয়ারে বিএনপির নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত

দেলদুয়ার প্রতিনিধি:

টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনের প্রার্থী মো. রবিউল আওয়াল লাভলুর নির্বাচনী কার্যক্রম ত্বরান্বিত করতে দেলদুয়ারের ডুবাইল ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকালে নাটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ওই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

 

 

 

 

ডুবাইল ইউনিয়ন বিএনপির সভাপতি দেওয়ান সাদেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কার্তিক চন্দ্র ভৌমিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনের বিএনপির প্রার্থী মো. রবিউল আওয়াল লাভলু। বিশেষ অতিথি ছিলেন দেলদুয়ার উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ চাঁন খাঁ, সাধারণ সম্পাদক এসএম ফেরদৌস এবং সিনিয়র সহ-সভাপতি আজাদ মিয়া।

 

 

 

 

এছাড়া নাগরপুর উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ফারুক আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল রানা, যুবদলের যুগ্ম-আহ্বায়ক আলতাফ হোসেন, সদস্য সুরুজ মিয়া, নাগরপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, নাগরপুর উপজেলা নাগরপুর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক নুরুজ্জামান রানা সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

সম্মেলনে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভায় নির্বাচনী কৌশল, কর্মপরিকল্পনা, স্বচ্ছতা, দলীয় সিদ্ধান্ত ও নীতিমালা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়