দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে বাজার ব্যবস্থাপনা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৩ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।
অবহিতকরণ সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারা, দন্ড ও এর প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে আগামি রমজানে বাজার ব্যবস্থাপনায় প্রশাসনকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।
সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল, টাঙ্গাইল ক্যাবের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল সহ জেলা শহরের বিভিন্ন ব্যবসায়য় প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী, হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির সভাপতিরা।
