আজ- মঙ্গলবার | ৩০ ডিসেম্বর, ২০২৫
১৫ পৌষ, ১৪৩২ | বিকাল ৫:৫১
৩০ ডিসেম্বর, ২০২৫
১৫ পৌষ, ১৪৩২
৩০ ডিসেম্বর, ২০২৫, ১৫ পৌষ, ১৪৩২

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে টাঙ্গাইলে কোরআন খতম

দৃষ্টি নিউজ:

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও গভীর শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও বিরাজ করছে শোক ও বেদনাবিধুর পরিবেশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে টাঙ্গাইল জেলা শহর ও উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। অনেকেই একে দেশের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেন।

 

 

 

 

 

 

মরহুমের আত্মার মাগফিরাত কামনায় টাঙ্গাইলে বিএনপি বিভিন্ন কর্মসূচি পালন করছে। এরমধ্যে রয়েছে- কোরআন খতম, দোয়া মাহফিল, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ ইত্যাদি।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলীয় সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সভাপতি মো. হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ও এমপি প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু সহ দলীয় নেতাকর্মীরা।

 

 

 

 

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নির্বাচনী কার্যালয়ে এদিন সকাল থেকে কোরআন খতম অনুষ্ঠিত হয়। এছাড়া শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডেও কোরআন খতম অনুষ্ঠিত হয়। কোরআন খতম অনুষ্ঠানে হাফেজ ও বিভিন্ন মাদ্রসার শিক্ষার্থীরা অংশ নেয়। সেখানে ১২ জন হাফেজ পবিত্র কোরআন তেলাওয়াতে অংশ নেন। পরে বিশেষ দোয়া মাহফিলে টাঙ্গাইল জেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেয়।

 

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়