আজ- শনিবার | ১০ জানুয়ারি, ২০২৬
২৬ পৌষ, ১৪৩২ | রাত ৪:২২
১০ জানুয়ারি, ২০২৬
২৬ পৌষ, ১৪৩২
১০ জানুয়ারি, ২০২৬, ২৬ পৌষ, ১৪৩২

মির্জাপুরে পাহাড়ি টিলা কাটায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

মির্জাপুর প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ভেকু মেশিন(খননযন্ত্র) দিয়ে অবৈধভাবে পাহাড়ি টিলার লাল মাটি কাটার দায়ে চার ব্যবসায়ীর কাছ থেকে ৯ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। বুধবার(৭ জানুয়ারি) রাতে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ওই জরিমানা করেন।

 

 

 

 

 

 

দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাওয়ের শহিদুল দেওয়ান ৩ লাখ টাকা, তরফপুর ইউনিয়নের ছিটমামুদপুর গ্রামের ইলিয়াস শিকদার ৩ লাখ, আজগানা ইউনিয়নের চিতেশ্বরী গ্রামের আহাদ শিকদার ২ লাখ এবং পাশের গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চাপাইর গ্রামের শাহিনকে এক লাখ টাকা।

 

 

 

 

 

 

 

 

ভ্রাম্যমাণ আদালতের সূত্র জানায়, অভিযুক্ত ব্যক্তিরা রাতের আধারে ভেকু মেশিন(খননযন্ত্র) দিয়ে লাল মাটির পাহাড়ি টিলাকেটে ড্রাম ট্রাকে বোঝাই করে বিভিন্ন স্থানে বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মাটিকাটার সময় তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে তাদের কাছ থেকে ৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেনা মর্মে মুচলেকা নেওয়া হয়।

 

 

 

 

 

 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও সুরাইয়াস ইয়াসমিন জানান, মির্জাপুর উপজেলার পাহাড়ি অঞ্চলে অসাধু ব্যক্তিরা টিলার লাল মাটি কেটে বিক্রি করছিল। অভিযান চালিয়ে তাদের মধ্যে চার মাটি ব্যবসায়ীকে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়