দৃষ্টি নিউজ:

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়য়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল করিম খান বলেছেন- আপনারা যদি সংস্কার চান, পরিবর্তন চান, আপনি যদি বিচার ব্যবস্থা ভালো দেখতে চান তাহলে গণভোটে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিবেন। সোমবার(১৯ জানুয়ারি) সকালে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে গণভোট প্রচারণার ‘ভোটের গাড়ি’র সামনে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন- আপনি যদি বাংলাদেশের মঙ্গল চান, আপনি যদি রাজপথের সহিংসতা দেখতে না চান, আপনি যদি মানুষের খুন দেখতে না চান। তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিবেন। দেশের চাবি আপনার হাতে। এই জন্যই আমাদের গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি। আবার একটা হানাহানি, আবার একটা পাঁচ আগষ্ট হোক, লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমে আসুক। লোকজনের প্রাণহানির ঘটনা ঘটুক। এ ধরনের পুনরাবৃত্তি আমরা চাই না। এ ধরণের পুনরাবৃত্তি আর যেন না হয় তার জন্য ‘হ্যা’-‘না’ ভোট। জনগন যদি এধরনের ঘটনার পুনরাবৃত্তি না চায় তার জন্য সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে। এই সংস্কার কার্যক্রম বাস্তবায়নের জন্য ‘হ্যা’-‘না’ ভোট। আমরা কোনো রাজা-রাণী নির্বাচনের জন্য ভোটের আয়োজন করিনি। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনপ্রতিনিধি নির্বাচনের ভোটের আয়োজন করেছি।
উপদেষ্টা ফাওজুল করিম খান আরো বলেন, বিশে^র অন্যান্য দেশে বারবার গণ-অভ্যুত্থানের মতো এ রকম ঘটনা ঘটে না। কিন্তু আমাদের দেশে কেন এটা হয়- এজন্যই আমরা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই। আপনারা যদি মনে করেন- আগের সরকারই ঠিক ছিল। গুম, খুন ঠিক ছিল, বিরোধী দলের লোক বাড়িতে থাকতে পারবে না সেটাই ভালো ছিল, তাহলে গণভোটে ‘না’ ভোট দিবেন।
তিনি বলেন, আমরা একটা নতুন দিশা জাতির জন্য সৃষ্টি করতে চাই- যাতে আর কেউ স্বৈরাচার হয়ে ওঠতে না পারে। এ সময় তিনি গণভোটে জনগণের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক গণভোট আয়োজনের লক্ষে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এরআগে ‘ভোটের চাবি, আপনার হাতে’ স্লোগানে সারাদেশে ভ্রমণরত ১০টি ভোটের গাড়ির একটি টাঙ্গাইলে এসে পৌঁছলে অনুষ্ঠানের শুরুতে দেশাত্মবোধক গানের ফাঁকে ফাঁকে গণভোটের প্রয়োজনীয়তার উপর অডিওবার্তা এবং গণভোটের বিষয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণ প্রচার ও প্রদর্শন করা হয়।
এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম, জেলা সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাত সহ জেলার বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
