আজ- মঙ্গলবার | ২৭ জানুয়ারি, ২০২৬
১৩ মাঘ, ১৪৩২ | রাত ১১:০২
২৭ জানুয়ারি, ২০২৬
১৩ মাঘ, ১৪৩২
২৭ জানুয়ারি, ২০২৬, ১৩ মাঘ, ১৪৩২

বাসাইলে বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার :: নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

বাসাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের ঘোষাখালী গ্রামের বাড়ি থেকে মোতাহার সিকদার ঠান্ডু এবং তার স্ত্রী রেজিয়া বেগম নামে বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার(২৭ জানুয়ারি) সকালে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৃদ্ধ দম্পতিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ সময় তাদের ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে। এ ঘটনায় ধানের চারা রোপণের কাজে আনা শরিফ ও সুমন নামে অজ্ঞাত পরিচয় দুই শ্রমিককে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

 

 

 

 

 

 

প্রতিবেশিরা জানায়, গত রোববার(২৫ জানুয়ারি) ধানের চারা রোপণের জন্য শরিফ ও সুমন নামে অজ্ঞাত পরিচয় দুইজন শ্রমিককে আনা হয়। বাড়ির একটি ঘরে মোতাহার আর তার স্ত্রী থাকতেন। বাড়ির অন্য সদস্যরা অন্য ঘরে থাকেন। মঙ্গলবার গভীর রাতে মোতাহার পেটে ব্যথা অনুভব করলে ওই শ্রমিকরা নিজেদের কাছে থাকা কবিরাজি ওষুধ তাকে খেতে দেন। পরে সকালে মোতাহার ও তার স্ত্রী ঘুম থেকে না ওঠায় স্বজনরা ও আশপাশের মানুষ তাদের ঘরের কাছে গিয়ে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ঘরের ভেতরে তারা গিয়ে তাদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘরের আসবাবপত্রও এলোমেলো ছিল। পরে ওই দম্পতিকে উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত্যু হয়েছে বলে জানান। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করেছে।

 

 

 

 

 

 

 

নিহতের নাতি শাকিল সিকদার জানান, সোমবার দিনগত রাতের কোনো এক সময় শ্রমিকরা ঘরের টিনের বেড়া কেটে দরজা খুলে ঘরে প্রবেশ করে। এরপর মোতাহার সিকদার ও তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।

 

 

 

 

হাবলা ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম জানান, অজ্ঞাত দুই শ্রমিকের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

 

 

 

 

 

টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (সখীপুর সার্কেল) একেএম মামুনুর রশিদ জানান, ধানের চারা রোপণের কাজে দুইজন শ্রমিক আনা হয়েছিল। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- শ্রমিকরা বৃদ্ধ দম্পতিকে হত্যার পর টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় ঘর থেকে কী পরিমাণ মালামাল লুট হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ড ঘিরে এলাকায় আতঙ্ক ও রহস্যের সৃষ্টি হয়েছে।

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়