দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের শাহীন ইসলামিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ শনিবার(৩১ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু।
শহরের শিবনাথ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন, বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫(সদর) আসনের দলীয় প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। স্বাগত বক্তব্য রাখেন, শাহীন ইসলামিক স্কুলের প্রিন্সিপাল মুফতি মাজহারুল ইসলাম।
শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল মডেল জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি নুর মোহাম্মদ, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. মো. কামরুজ্জামান, শিবনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর আলী প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ছাড়াও উপস্থিত অভিভাবকদের মাঝে ‘র্যাফেল ড্র’র মাধ্যমে আকর্ষনীয় পুরষ্কার প্রদান এক নতুন মাত্রা যোগ করে। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেয়।
