দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলা বিএনপির ৪৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেয়ায় আনন্দ র্যালি ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠন। শনিবার(২৭ মে) দুপুরে বিএনপি ও এর অঙ্গ সংগঠন সমুহের নেতাকর্মীরা জেলার বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের পৌর উদ্যানে সমবেত হয়। পরে সেখান থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে নিরালা মোড়ে শহীদ মিনারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে জেলা বিএনপির নবগঠিত সভাপতি কৃষিবিদ শামসুল আলম তোফা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সিনিয়র সহ-সভাপতি ছাইদুল হক ছাদু, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক প্রমুখ। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিয়াউল হক শাহীন, আতাউর রহমান জিন্নাহ, যুগ্ম-সম্পাদক আবুল কাসেম, বিএনপি নেতা সাদেকুল আলম খোকা, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক মনির, জেলা মহিলাদলের সভাপতি নিলুফার ইয়াছমিন খান প্রমুখ। সমাবেশ শেষে বিভিন্ন উপজেলা বিএনপির পক্ষ থেকে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
