আজ- মঙ্গলবার | ১৪ অক্টোবর, ২০২৫
২৯ আশ্বিন, ১৪৩২ | রাত ২:৩৯
১৪ অক্টোবর, ২০২৫
২৯ আশ্বিন, ১৪৩২
১৪ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন, ১৪৩২

বাসাইলে জমির বিরোধে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ ॥ আহত ২

দৃষ্টি নিউজ:

tangail.map.টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করার অভিযোগ ওঠেছে প্রতিবেশিদের বিরুদ্ধে। এ ঘটনায় মহিলাসহ দুইজন আহত হয়েছেন।
জানাগেছে, বাসাইলের কাউলজানী গ্রামের মৃত চান মামুদের ছেলে আব্দুস সালামের পরিবারের সাথে জমিজমা নিয়ে প্রতিবেশি মৃত আ. গফুরের ছেলে মো. মজনু মিয়াদের দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। এ নিয়ে একাধিক গ্রাম্য সালিশও হয়েছে। উভয়পক্ষের মধ্যে একাধিক মামলাও চলছে।
অভিযোগে প্রকাশ, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে মো. মজনু মিয়ার ছেলে মনির হোসেন(২৬), মো. ইব্রাহিমের ছেলে জাহাঙ্গীর আলম(৩৫), মৃত আ. গফুরের ছেলে মো. মজনু মিয়া(৪৫), তার ভাই জোয়াহের আলী(৪৭) ও মো. ইব্রাহিম(৫৮), মৃত কান্দু মিয়ার ছেলে তোতা মিয়া(৪২), তোতা মিয়ার ছেলে রেফাজ ওরফে কালু গংরা দা, লাঠি নিয়ে  গত ২৬ জুন দুপুরে আব্দুস সালাম মিয়ার বাড়িতে হামলা করে। তারা আব্দুস সালামের পরিবারের চারটি বসত ঘরে ব্যাপক ভাংচুর চালায় এবং লুটপাট করে। এ সময় হামলাকারীদের ফেরাতে গেলে আব্দুস সালামের স্ত্রী কল্পনা বেগম ও ভাই আবুল কালামকে পিটিয়ে মারাতœকভাবে আহত করে। হামলাকারীরা লুটপাট করে চলে যাওয়ার পর স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ কেন্দ্রে নেওয়ার পথে অভিযুক্তরা ব্যারিকেড সৃষ্টি করায় পুনরায় বাড়িতে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে গোপণে সিএনজি চালিত অটো রিকশাযোগে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আব্দুস সালাম বাদী হয়ে টাঙ্গাইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী(বাসাইল) আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলা দায়ের করায় অভিযুক্তরা আরো ক্ষুব্ধ হয়ে আব্দুস সালামকে বাড়ি ফিরতে দিচ্ছেনা, নানা রকম হুমকি প্রদান করছে।
আব্দুস সালাম জানান, ঘটনার দিন থেকে তিনি বাড়িতে যেতে পারছেন না। অভিযুক্তরা অত্যন্ত দাঙ্গাবাজ প্রকৃতির লোক। বাড়িতে যাওয়ার খবর পেলেই পথিমধ্যে আক্রমন করে মেরে ফেলঅর জন্য বাড়ির আশপাশে গোপণে ওৎপতে থাকে।
বাসাইল থানার অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম জানান, ওই ঘটনায় একাধিক অভিযোগ দেওয়া হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে, তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়