দৃষ্টি নিউজ:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেয়াদে ভাইস চ্যান্সেলর নিযুক্ত হওয়ায় ড. মো. আলাউদ্দিনকে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আহ্বায়ক কমিটির সভাপতি মো. রিয়াজ উদ্দিন রিপন, সদস্য মো. শাহরিয়ার সৈকত, মো. মুহাইমিনুল কাইয়্যুম, মো. রবিউল ইসলাম, মো. সাইফুল মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিক্রিয়ায় ড. মো. আলাউদ্দিন বলেন, শুধু ফুলের শুভচ্ছা নয় বরং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য সকলের সহযোগিতা ও দু’আ চাই। আপনাদের সকলের সহযোগিতা ও দু’আ থাকলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন-অগ্রযাত্রা আরও এগিয়ে যাবে ইনশাল্লাহ্।
