দৃষ্টি নিউজ:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। রোববার(৬ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা নিবিড় পাল, সজিব তালুকদার, সাইদুর রহমান, জোবায়ের পারভেজ খান, খোরশেদ জয়, নুরনবী হোসেন, রাজিব মোল্লা, দুরুল হুদা সাদ্দাম প্রমুখ। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক ছাত্রলীগের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
পরে বশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিনের কাছে বন্ধবন্ধুর খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবিতে গণস্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেয়া হয়।