দৃষ্টি নিউজ:
বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল এলাকায় বুধবার(৬ সেপ্টেম্বর) দুপুরে বাসের চাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন, মা সাইমা আক্তার (৩৫), তার মেয়ে তারিনা আক্তার (১৩) ও ছেলে তানভীর আহম্মেদ (৭)। নিহতদের বাড়ি দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া গ্রামে।
দেলদুয়ার থানার ওসি মোশাররফ হোসেন জানান, নিহতরা উপজেলার ডুবাইল এলাকায় হেঁটে রাস্তা পার হচ্ছিল। এ সময় হঠাৎ সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পুলিশ বাসটি আটক করেছে, তবে বাস চালক পালিয়ে গেছে।