আজ- রবিবার | ২ নভেম্বর, ২০২৫
১৭ কার্তিক, ১৪৩২ | রাত ২:২৮
২ নভেম্বর, ২০২৫
১৭ কার্তিক, ১৪৩২
২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক, ১৪৩২

কাতালোনিয়ার পার্লামেন্টের স্বাধীনতা ঘোষণা

দৃষ্টি নিউজ:


অবশেষে স্পেন থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছে দেশটির স্বায়ত্বশাষিত অঞ্চল কাতালোনিয়ার পার্লামেন্ট । স্পেনের কেন্দ্রীয় সরকারের সরাসরি শাসনে আনার হুমকি উপেক্ষা করে শুক্রবার(২৭ অক্টোবর) পার্লামেন্ট এ ঘোষণা দেয়।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ১৩৫-৭০ ভোটে পার্লামেন্টে এই বিল পাস হয়েছে। বিলটির বিপক্ষে পড়েছে ১০ ভোট। আর দুটি ব্যালট পেপার খালি অবস্থায় বাক্সে ফেলা হয়েছে।
এই ভোটের প্রতিবাদে স্যোশালিস্ট পার্টি, পিপলস পার্টি ও সিউড্যাড্যানস পার্লামেন্ট থেকে বের হয়ে যায়। বিরোধীদের দাবি কাতালোনিয়ার প্রেসিডেন্ট কার্লোস পুজদেমন সংখ্যাগরিষ্ঠের মতকে আগ্রাহ্য করছেন। কাতালোনিয়ার সংখ্যাগরিষ্ঠ জনগণ স্বাধীনতার বিপক্ষে।
এর আগে শুক্রবার সকালে স্পেনের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে সংবিধানের ১৫৫ অনুচ্ছেদ অনুমোদনের জন্য বৈঠকে বসে। এই অনুচ্ছেদের বলে কেন্দ্রীয় সরকার স্বায়ত্ত্বশাসিত কাতালোনিয়ায় সরাসরি শাসন চালুর ক্ষমতা প্রয়োগ করতে পারবে। সিনেটে দেওয়া ভাষণে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় কাতালোনিয়ায় সরাসরি মাদ্রিদের শাসন চালুর পদক্ষেপ অনুমোদন করতে সিনেটরদের প্রতি আহ্বান জানানোর পর কাতালোনিয়ায় কেন্দ্রের শাসন জারি করা হয়েছে। একইসঙ্গে কাতালান নেতা কার্লোস পুজদেমনসহ তার ভাইস প্রেসিডেন্ট এবং সব আঞ্চলিক মন্ত্রীকে তিনি বরখাস্ত করেছেন।
রাজয় বলেন, ‘কোনও প্রতিকারই যখন থাকে না কেবল তখনই বিশেষ পদক্ষেপ নিতে হয়। আমার মতে, এটি করা ছাড়া কোনও বিকল্প নেই। একমাত্র যে কাজটি করা যায় এবং করা উচিত তা হচ্ছে, আইন মেনে নেওয়া এবং তা মেনে চলা।’
কাতালান নেতারা আইন অগ্রাহ্য করছেন এবং গণতন্ত্র নিয়ে তামাশা করছেন বলেও এসময় মন্তব্য করেন রাজয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়