আজ- বৃহস্পতিবার | ৬ নভেম্বর, ২০২৫
২১ কার্তিক, ১৪৩২ | সন্ধ্যা ৭:৫৫
৬ নভেম্বর, ২০২৫
২১ কার্তিক, ১৪৩২
৬ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক, ১৪৩২

কালিহাতীতে তুলার গোডাউন পুড়ে ছাই

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর গ্রামে বৃহস্পতিবার(২ নভেম্বর) সকালে দুইটি তুলার গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় পনের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছে। টাঙ্গাইল ও ভূঞাপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়দের সহযোগীতায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গোডাউনের মালিক গিয়াস উদ্দিন ও মো. লেবু মিয়া জানান, শীতের জন্য লেপ ও তোষক তৈরি করার জন্য তারা প্রায় পনের লক্ষধিক টাকার মালামাল মজুদ করে রেখেছিলেন। আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে। এখন তাদের পথে বসা ছাড়া আর কোন উপায় নেই।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোহেল ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, শ্রমিকরা কাজ করার সময় অসতর্কতাবসত: গোডাউনের পাশে ফেলে রাখা বিড়ির অবশিষ্টাংশ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণ আসে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়