দৃষ্টি নিউজ:

বাংলাদেশ গ্রুপ থিটার ফেডারেশনের প্রেসিডিয়াম মেম্বার সদ্য প্রয়াত পাপিয়া সেলিম স্মরণে মঙ্গলবার(১৪ নভেম্বর) ধনবাড়ীস্থ পাপিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পাপিয়া স্মৃতি সংসদ ধনবাড়ী শাখার সভাপতি সাংবাদিক হাফিজুর রহমানের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে স্মৃতিচারণ ও মরহুমার কর্মময় জীবনের উপর বক্তব্য রাখেন, পাপিয়া স্মৃতি সংসদ ধনবাড়ী শাখার সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, মহিলা বিষয়ক সম্পাদক সাংবাদিক জান্নাতুল ফেরদৌসী জান্নাত, মোছা. আমেনা খাতুন, সাংবাদিক এসএম আব্দুর রাজ্জাক, সাংবাদিক হাবিবুর রহমান, সাংবাদিক জীবন মাহমুদ শক্তি, সাংবাদিক শহিদুল্লাহ, মো. আশরাফুজ্জামান, লিমন, শরিফুজ্জামান মানিক প্রমুখ।
এ সময় পাপিয়া স্মৃতি সংসদ ধনবাড়ী শাখার সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।