আজ- ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ৩:৪৪

ঘাটাইলে শামসুর রহমান খানের স্মরণসভা অনুষ্ঠিত

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুরে আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ প্রয়াত শামসুর রহমান খান শাজাহানের ষষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার(২ জানুয়ারি) স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা আওয়ামীলীগের সদস্য আতোয়ার রহমান খানের সভাপতিত্বে দিঘলকান্দি ইউনিয়ন আ’লীগ ্আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সহ-সভাপতি আলমগীর খান মেনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সাবেক কমান্ডার খন্দকার জহুরুল হক ডিপটি, অ্যাডভোকেট আনন্দ চন্দ্র আর্য্য, ঘাটাইলের সাবেক পৌর চেয়ারম্যান মো. হাসান আলী, ঘাটাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আরিফ হোসেন, জামুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও এমপি আমানুর রহমান খান রানা মুক্তি পরিষদের সচিব শহিদুল ইসলাম খান হেষ্টিং প্রমুখ। স্মরণসভায় বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।                            প্রকাশ,জননেতা শামছুর রহমান খান শাজাহান টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাগুন্তা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। মহান স্বাধীনতা সংগ্রামে মুক্তিযুদ্ধে ১১ নং সেক্টরের যোনাল কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ১৯৭০, ১৯৭৩ এবং ১৯৮৬ সালে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) থেকে জাতীয় সংসদ সদস্য নিবাচিত হন ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। জীবদ্দশায় রাজনীতির পাশাপাশি তিনি বেশ কয়েকটি বই রচনা করেন। তার মধ্যে ‘মুক্তিযুদ্ধের ডায়েরি, চিঠি ও স্মৃতিচারণ’ এবং ‘কেউ দাবাইয়া রাখতে পারবানা’ অন্যতম। বিগত ২০১১ সালের ২ জানুয়ারি তিনি ইন্তেকাল করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno